Skip to main content
 

আমাদের কথা

টাঙ্গাইল জেলা আদালত এর পূর্ণাঙ্গ ইতিহাস

 

টাঙ্গাইল জেলার ইতিহাসঃ

 

১৯৬২ সালে তদানীন্তন পাকস্তিান সরকাররে কাছে ময়মনসিংহকে বিভক্ত করে কায়দোবাদ, নাসিরাবাদ, টাঙ্গাইল ও ইসলামাবাদ নামে ৪টি জেলা স্থাপনের প্রস্তাব পেশ করা হয়। এ প্রস্তাবে টাঙ্গাইলে জেলা সদর স্থাপন করাতে টাঙ্গাইল ও মানিকগঞ্জ মহকুমা সমন্বয়ে টাঙ্গাইল জেলা প্রতষ্ঠিাসহ গোপালপুরে পৃথক মহকুমা স্থাপনের কথা বলা হয়।

 

আদালতের ইতিহাসঃ

 

টাঙ্গাইল মহকুমার গোড়াপত্তন হয় ১৮৬৯ সালে। দেলদুয়ার থানাধীন আটিয়াতে ছিল এর সদর দপ্তর। ১৮৭০ সালে মহকুমার দপ্তর টাঙ্গাইল শহরে স্থানান্তরিত হয়। ১৮৮০ খ্রিস্টাব্দে বর্তমান টাঙ্গাইল শহরে আদালত রোডে (বর্তমান শহীদ জগলু সড়ক) আটিয়া মুন্সেফী আদালত স্থানান্তরিত করা হয়। পর্যায়ক্রমে এখানে স্থাপন করা হয় ১ম, ২য়, ৩য় মুন্সেফী আদালত। পরবর্তীতে ১৯৬৯ সালের ১লা ডিসেম্বর তৎকালীন টাঙ্গাইল মহকুমা জেলা হিসেবে উন্নীত হওয়ার পর আদালতের কার্যক্রম বর্তমান জেলা দায়রা জজ আদালত ভবনে স্থানান্তরিত হয়। জনাব মোহাম্মদ মসিহ ছিলেন টাঙ্গাইলের প্রথম জেলা দায়রা জজ।

 

জেলা ও দায়রা জজ আদালত

 

বর্তমানে টাঙ্গাইলে জেলা দায়রা জজ আদালত ছাড়াও ০২ টি অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত, ০৪ টি যুগ্ম জেলা দায়রা জজ আদালত, ০১ টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ০৪ টি সিনিয়র সহকারী জজ আদালত এবং ০৭ টি সহকারী জজ আদালত রয়েছে। এছাড়া রয়েছে ০১ টি নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং ০১ টি স্পেশাল জজ আদালত।

 

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

 

২০০৭ সালে বিচার বিভাগ পৃথকীকরণের পর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর কার্যক্রম জেলা জজ আদালত, জেলা পরিষদ, কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবের ভবনে পরিচালিত হতো। দেশের ৬৪ টি জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন প্রতিষ্ঠা প্রকল্পের পাইলট জেলা হিসেবে টাঙ্গাইল জেলায় প্রথম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন স্থাপনের কাজ শুরু হয়। পরবর্তীতে, ২০১৪ সালে অত্র আদালতের কার্যক্রম বর্তমান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে স্থানান্তরিত হয়। বর্তমানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ছাড়াও ০১ টি অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ০১ টি বিদ্যুৎ আদালত, ০৫ টি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ০৬ টি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে।